খুলনায় ইজিবাইক ছিনিয়ে নিতে চালককে হত্যা

খুলনায় ইজিবাইক ছিনতাইকারীদের হাতে নয়ন (১৭) নামের এক কিশোর চালক খুন হয়েছেন। নয়নের বাড়ি শহরতলির বাটিয়াঘাটা উপজেলায়।
শনিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের আলী ক্লাবের উল্টো দিকের দারুস সালাম মসজিদের পাশের একটি কচুরিপানার ডোবা থেকে নয়নের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, দুর্বৃত্তরা বটিয়াঘাটার ইজিবাইক চালক নয়নকে মেরে ইজিবাইক নিয়ে যাওয়ার পথে টহল পুলিশ ইজিবাইকসহ ২ জনকে আটক করেছে।
শুক্রবার রাতের কোন এক সময় নয়নকে হত্যা করা হতে পার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন















