খুলনায় প্রধানমন্ত্রীর সমাবেশে নারীর স্রোত
খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। সার্কিট হাউজ ময়দানের অর্ধেকটাই নারী কর্মী-সমর্থদের দখলে।
সমাবেশে এমনিতেই মঞ্চের সামনে নারীদের বসার জায়গা করা হয়। কিন্তু সেটি ময়দানের খুব বেশি জায়গা জুড়ে থাকে, এমন নয়। কিন্তু আজ শনিবার খুলনা সার্কিট হাউজ ময়দানের যে চিত্রটা সেটি কখনও দেখেননি স্থানীয়রা।
আওয়ামী লীগ নেতারা জানান, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের পাঁচ দিন আগের এই জনসভায় নারীদের অধিকহারে উপস্থিতি শেখ হাসিনার আগ্রহেই হয়েছে।
গত ৩০ জানুয়ারি সিলেট থেকে আওয়ামী লীগের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরুর পর থেকে প্রধানমন্ত্রীর এটি তৃতীয় জনসভা। এর আগে ৮ ফেব্রুয়ারি বরিশাল, ২২ ফেব্রুয়ারি রাজশাহীতে সমাবেশ করেন তিনি। প্রতিটি সভাতেই নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য সংখ্যক। তবে আজ শনিবার খুলনা সার্কিট হাউজ ময়দানে এই সংখ্যাটা অনেক বেশি।
বেলা তিনটায় এই সমাবেশে যোগ দেবেন শেখ হাসিনা। তবে বেলা ১২টা থেকেই মিছিল নিয়ে জনসভায় আসতে থাকে নারীরা। দেড়টার মধ্যেই মাঠের বেশিরভাগ এলাকাই দখলে চলে যায় তাদের। তারা প্রধানমন্ত্রীর পক্ষে শ্লোগান দেন।
বাংলাদেশে নারীর ক্ষমতায়নে আওয়ামী লীগ সরকার বরাবরই আগ্রহ দেখিয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে নারীদের জন্য আসন সংরক্ষণ করা, সচিব, হাইকোর্টের বিচারক হিসেবে নারীদের নিয়োগ শেখ হাসিনার একান্ত আগ্রহে হয়েছে। মেয়েদের জন্য ফুটবল টুর্নামেন্ট চালু, সেনাবাহিনী, বিজিবিতে অফিসার ও সেনা হিসেবে নারীদের অন্তর্ভুক্তিও হয়েছে তার শাসনামলেই।
নারীরা শিক্ষা, চাকরি, ব্যবসা থেকে শুরু করে সমাজের সব পর্যায়েই নারীরা এগিয়ে যাচ্ছে। রাজনীতিও এর বাইরে নয়। অন্য দলগুলোর তুলনায় আওয়ামী লীগ এ ক্ষেত্রে অগ্রগামী। দলের সর্বোচ্চ পর্যায়ের কমিটি থেকে শুরু করে তৃণমূলেও নারী কর্মী বাড়াতে চাইছে দলটি।
খুলনা মহিলা আওয়ামী লীগের একজন নেত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারীর ক্ষমতায়ন হচ্ছে। তাই আমরা আজকের এ সমাবেশে বিপুল সংখ্যক নারী উপস্থিত হয়ে জননেত্রীর প্রতি সমর্থন জানাচ্ছি।’
যুব মহিলা লীগের একজন নেতা বলেন, ‘দেশে উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নের অগ্রযাত্রায় নারীরা সমানভাবে অবদান রাখছে। সকল ক্ষেত্রে নারীরা অবদান রাখছেন। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।’
এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন বলেন, ‘আওয়ামী লীগ সরকার এদেশে নারীদের ক্ষমতায়নে বিশ্বাসী। নারীদের ক্ষমতায়নে আওয়ামী নানা কাজ করে যাচ্ছে। এই জনসভায় নারীদের উৎসাহিত করার জন্য তাদের বেশি উপস্থিতি করা হয়েছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন