খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৪ বর্ষপূর্তি উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা

বর্ণিল আয়োজন, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও সবার অংশগ্রহণে পালিত হলো খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। শিক্ষা কার্যক্রমের ৩৪ বছর পূর্ণ করে বিশ্ববিদ্যালয় যখন ৩৫ বছরে পা রাখছে—তখন ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেট ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রথম উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম রহমান এর নেতৃত্বে বহরটি দ্বিতীয় গেট প্রদক্ষিণ করে গিয়ে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বর্তমান উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, বিশিষ্ট সাংবাদিক শেখ দিদারুল আলম, আবু তৈয়ব মুন্সি, এহতেশামুল হক শাওন, সিভিল সোসাইটি ও বৃহত্তর উন্নয়ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

শোভাযাত্রা শেষে শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ক্যাম্পাসজুড়ে তখন উৎসবের স্রোত—কেউ ছবি তুলছে, কেউ ব্যানার হাতে স্মৃতি ধরে রাখছে।

বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক। স্বাগত বক্তব্য দেন দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত।

অনুষ্ঠানে গত বছরের কৃতিত্বপূর্ণ অর্জনকারী শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

শিক্ষা, গবেষণা ও আধুনিকতার অভিযাত্রায় ৩৫তম বছরে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।