খেলার মাঝেই গানের তালে তালে আম্পায়ারের নাচ!
ক্রিকেট খেলায় উইকেট নেওয়ার পর বোলারদের বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করতে দেখা যায়। এমনকি জয়ের পরও ক্রিকেটাররা বিভিন্নভাবে আনন্দ-উল্লাস করেন। কিন্তু ক্রিকেট মাঠে আম্পায়ার নাচলেন এবং খেলোয়াড় তা উপভোগ করলেন এমন দৃশ্য বিরল। তবে অপ্রত্যাশিত এমনই ঘটনা দেখে গেল ভারতের মুম্বাইয়ে।
একটি ক্রিকেট টুর্নামেন্টের মাচ চলছিল। গঠাৎ গানের আওয়াজ ভেসে আসে মাঠে। ঠিক তখনই গানের তালে তালে মাঠের মাঝেই নাচতে শুরু করেন আম্পায়ার। তাঁর এমন পারফরমেন্স ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সেই ঘটনার ধারণ করা ভিডিও পোস্ট করে রবীন্দ্র জাদেজা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন