গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামে শহীদদের স্মরণে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

তারূণ্যের আইডিয়ায় গণঅভ্যথ্থানের বর্ষপূর্তি পালন,আমার চোখে জুলাই বিপ্লব এ কুড়িগ্রামে শহীদদের স্মরণে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রধান নির্বাহী মোঃ ফিরুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপি সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান সহ সরকারী দফতরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক রা।