“গণঅভ্যুত্থানে ফ্যাসিজম দূর হওয়ায় ১৬ বছর পর মায়ের কোলে ফিরে এসেছি”
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৬ জন সাবেক বিডিআর জাওয়ান গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তাদের কারামুক্তিতে স্বজনদের চোখে আনন্দের অশ্রু ঝরছে। আনন্দ বাঁধ ভেঙেছে তাদের মনে।
বৃহস্পতিবার পিলখানা হত্যাকাণ্ড মামলায় মুক্তি পান ঠাকুরগাঁওয়ের মোতাহার হোসেন মানিক।
শুক্রবার দুপুরে দীর্ঘ ১৬ বছর নিজ বাড়ীতে মায়ের কোলে ফিরলে তাকে একনজর দেখতে ভীড় জমান আত্নীয় স্বজন, প্রতিবেশী ও বন্ধু বান্ধবরা। এ সময় আবেগে আপ্লূত হন উপস্থিত সকলে। আনন্দ বাঁধ ভেঙে যায় সকলের মনে।
মোতাহার হোসেন সদর উপজেলার কচুবাড়ী জোতপাড়া গ্রামের মৃত. আবুল হোসেন মেম্বারের ছেলে।
চাকরির ৬ মাস বয়সে পিলখানা হত্যাকাণ্ড মামলায় ১৬ বছর জেল খাটেন তিনি।
পিলখানা হত্যাকাণ্ড মামলায় কারাগার থেকে মুক্তি পাওয়া মোতাহার হোসেন বলেন, সম্পূর্ণ বিনা বিচারে আমি ১৬ বছর কারাগারে ছিলাম। যদি সঠিক বিচার হতো তাহলে আমার কারাভোগ করতে হতো না।
কাঁদতে কাঁদতে তিনি বলেন, ১৬ বছর পরে মায়ের কোলে ফিরা এটা অন্যরকম একটা অনুভুতি। এটা বলে বুঝানো যাবে না। আল্লাহর কাছে শুকরিয়া।
মাত্র ৬ মাস চাকরির বয়সে বিনা অপরাধে ১৬ বছর জেল খানায় কেটে গেছে। কী থেকে কী হয়েছে এটা সকলে জানে।
তিনি বলেন, আমাদের অনেক অসহায় ভাই এখনো ভিতরে আছে। তাদের কোন অপরাধ নেই। তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এই সরকারের উচিত তাদের ছেড়ে দেওয়া।
এ সময় তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিজম দূর হওয়ায় আমি আমার মায়ের কোলে ফিরে এসেছি।
আমি গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন