গণতন্ত্রের রাস্তায় উঠতে পারি নাই : পরিকল্পনামন্ত্রী
বাংলাদেশে গণতন্ত্র এখনো বিকশিত হয়নি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন,‘আমাদের দেশে গণতন্ত্র শুরু হইছে ১৯৭৩ সালে। কিন্তু আমরা এখনো গণতন্ত্র বিকশিত করতে পারি নাই।’
বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গার জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন তিনতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।
আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমরা গণতন্ত্রের রাস্তায় উঠতে পারি নাই এখনো। সুশাসন তো পরে। আগে গণতন্ত্র, তারপরে সুশাসন। আমরা কিছুই করতে পারি নাই। দুর্ভাগ্য আমাদের জাতির।’
গত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে বরং মানুষ মেরেছে বলে অভিযোগ করেন আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘গত নির্বাচনে তাদেরকে সুযোগ দিয়েছিলাম। তাদের জন্যে অবারিত মাঠ ছিল, দরজা-জানালা খোলা ছিল। তাঁরা তো গতবারও আসে নাই। না এসে বরং আমাদের অনেক ক্ষতি করেছে। আমাদের অনেক মানুষ মেরেছে এবং তাদের মনে কী আছে, আমি জানি না। তারা কারা? তারা বাংলাদেশের মানুষ কি না, তাও জানি না।’
বর্তমানে দেশে সুশাসন আছে দাবি করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘তারা বলে যে দেশে কোনো গণতন্ত্র নাই। দেশে সুশাসন নাই। সব দুঃশাসন। দুঃশাসন থাকলে কখনো উন্নয়ন হতে পারে না। উন্নয়নের প্রথম শর্তই হচ্ছে সুশাসন। সুতরাং সুশাসন আছে, গণতন্ত্র আছে। যেমন আপনারা আমার সঙ্গে কথা বলছেন। আপনারা কি আমাকে বাদ দিয়ে কথা বলছেন? ছেড়ে কথা বলছেন? বলেন না। সুতরাং এটাও একটা সাবজেকটিভ বিষয়। কতটা চাচ্ছেন আপনে? কীভাবে দেব? কীভাবে নিবেন?’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ ও জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন