গণতান্ত্রিক রাষ্ট্রে শক্তিশালী বিরোধী দল থাকা উচিত : সিরিসেনা
গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকা উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
শুক্রবার সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ শ্রীলংকার প্রেসিডেন্টের সঙ্গে স্থানীয় একটি হোটেলে দেখা করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
লংকান প্রেসিডেন্ট বলেন, ‘গণতান্ত্রিক একটি দেশে বিরোধী দল খুব গুরুত্বপূর্ণ। এই বিরোধী দলই সরকারকে সঠিক পথে রাখতে সহায়তা করবে।’
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার ও বিরোধী দলের প্রধানের পদে থাকা নারী নেতৃত্বের প্রশংসা করে সিরিসেনা বলেন, তাদের দেশেও পার্লামেন্টে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত বৃহস্পতিবার সকালে ঢাকায় আসেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
শনিবার দুপুরে কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন লংকান প্রেসিডেন্ট।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন