গণধর্ষণের হুমকির প্রতিবাদে শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শিবির কর্তৃক নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রীদের হেনস্তা এবং সারাদেশে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুর সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে।
সম্প্রতি ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী এক ছাত্রীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
রিটের পর হাইকোর্ট সোমবার ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিলে আলী হোসেন নামের ওই শিক্ষার্থী তার ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে উক্ত ছাত্রীকে হুমকি দেন। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে বট চত্ত্বরে এসে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, নারী শিক্ষার্থীদের হুমকি, হেনস্তা ও সাইবার বুলিং নারী সমাজের নিরাপত্তার ওপর নগ্ন আঘাত। তারা অভিযোগ করেন, এসব ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়— সরকারপুষ্ট সন্ত্রাসী চক্র দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছে। বক্তারা অবিলম্বে এসব সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মসূচীতে হৃদয় হাসান (সিনিয়র যুগ্ম আহবায়ক, শেরপুর সরকারি কলেজ ছাত্রদল) সভাপতিত্ব করেন। সম্রাট আহমেদ সিহাব (সাবেক পরিকল্পনা কর্মসূচি ও প্রণয়ন সম্পাদক, শেরপুর জেলা ছাত্রদল) সঞ্চালনায় ছিলেন। উপস্থিত ছিলেন খালিদুজ্জান সিদ্দিকী আসিফ (সাবেক সদস্যসচিব, শেরপুর শহর ছাত্রদল), নুরুল সিমান্ত (সাবেক যুগ্ম আহবায়ক, শেরপুর সদর উপজেলা ছাত্রদল), মিজানুর রহমান মিনাল (সাবেক নাট্য বিষয়ক সম্পাদক, শেরপুর জেলা ছাত্রদল), এমদাদুল ইসলাম ইমন (সাবেক সহ-প্রচার সম্পাদক, শেরপুর জেলা ছাত্রদল), অন্তর, শুভ ও সূর্য প্রমুখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন