গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে খাদ্যমন্ত্রীর শোক
কিংবদন্তি গণসংগীত শিল্পী ফকির আলমগীর এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ এক শোকবার্তায় খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সকল ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে ফকির আলমগীর সংগীতর মাধ্যমে সাধারণ মানুষকে উজ্জীবিত করেছেন।তিনি ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং সামরিক শাসনবিরোধী গণআন্দোলনে শামিল হয়েছিলেন। কিংবদন্তি এই শিল্পীর মৃত্যু বাংলাদেশের গণসংগীতের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের গণ মানুষের মনে তিনি অমর হয়ে থাকবেন।
খাদ্যমন্ত্রী, ফকির আলমগীরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন