গণ বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ২৬ অক্টোবর
বিধান মুখার্জী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গণবি) ২০১৭ সালের সামার সেশনের সকল বিভাগের অনার্স এবং মাস্টার্স কোর্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগামী ২৬ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের সুবিধার্থে সকাল ও দুপুর এই দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূএে জানা গেছে।
আজ মঙ্গলবার (১০অক্টোবর) বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে এখনও কিছু বিভাগে শেষ মুহূর্তের ক্লাস, মিড টার্ম পরীক্ষা চলছে। তবে বেশীর ভাগ বিভাগের ক্লাস শেষ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু বলেন, ‘পরীক্ষার সকল প্রস্তুতি আমরা ইতিমধ্যে শেষ করেছি। শিক্ষার্থীবান্ধব পরিবেশে সকল শিক্ষার্থীর অংশগ্রহণের কথা মাথায় রেখে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, অনার্সের ১৬ টি বিভাগ ও মাস্টার্সের ৬ টি বিভাগের প্রায় ৩২৫৪ জন শিক্ষার্থী এইবার পরীক্ষায় অংশগ্রহণ করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন