গনসংযোগে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন, আল হেলাল তালুকদার

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত গনসংযোগ পক্ষ (১১-২৫) এপ্রিল উপলক্ষে গনসংযোগ কর্মসূচি পালন করেছে খালিয়াজুরী উপজেলা জামায়াতে ইসলামী।
দুই দিন ব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গনসংযোগ কর্মসূচীতে নেত্রকোণা-৪ মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী আসনের সংসদ সদস্য প্রার্থী কারা নির্যাতিত জননেতা ও তারুন্যের প্রতীক অধ্যাপক মো: আল হেলাল তালুকদার অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, জনগনের প্রত্যাশা অনুযায়ী লুটপাট, দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।
উক্ত গণসংযোগে অংশগ্রহণ করেন, উপজেলা জামায়াতে আমীর মাও: ইসমাইল হোসেন, সেক্রেটারি মাও: রুহুল আমীন ও উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাসেল আহমেদ সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নের্তৃবৃন্দ।
গনসংযোগ কর্মসূচি পালনকালে তিনি জনগনের সাথে কুশল বিনিময় করনে এবং জনগণও আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন