গনসংযোগে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন, আল হেলাল তালুকদার

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত গনসংযোগ পক্ষ (১১-২৫) এপ্রিল উপলক্ষে গনসংযোগ কর্মসূচি পালন করেছে খালিয়াজুরী উপজেলা জামায়াতে ইসলামী।

দুই দিন ব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গনসংযোগ কর্মসূচীতে নেত্রকোণা-৪ মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী আসনের সংসদ সদস্য প্রার্থী কারা নির্যাতিত জননেতা ও তারুন্যের প্রতীক অধ্যাপক মো: আল হেলাল তালুকদার অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জনগনের প্রত্যাশা অনুযায়ী লুটপাট, দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।

উক্ত গণসংযোগে অংশগ্রহণ করেন, উপজেলা জামায়াতে আমীর মাও: ইসমাইল হোসেন, সেক্রেটারি মাও: রুহুল আমীন ও উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাসেল আহমেদ সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নের্তৃবৃন্দ।

গনসংযোগ কর্মসূচি পালনকালে তিনি জনগনের সাথে কুশল বিনিময় করনে এবং জনগণও আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।