গরীবদের পাশে থাকার অঙ্গীকার করলেন শচীন
কেরিয়ারে অজস্র রেকর্ড গড়েছেন শচীন ঢেন্ডুলকার। ১০০টা সেঞ্চুরি থেকে টেস্ট-ওয়ানডে মিলিয়ে সর্বোচ্চ রান (৩৪৩৪৭) ৷এই নজির হয়তো নজির হয়েই থেকে যাবে৷
কিন্তু বাইশ গজকে বিদায় জানানোর পরেও মাস্টারব্লাস্টার রেকর্ড করতে পারেন৷এটাই শচীন৷‘ক্রিকেট ঈশ্বর’ লন্ডনে ফেলোশিপ এশিয়ান অ্যাওয়ার্ডে ভূষিত হলেন৷ চতুর্থ এশিয়ান হিসেবে এই নজির গড়লেন তিনি৷এর আগে রবিশঙ্কর, স্যার বেন কিংসলে ও জ্যাকি চ্যান এই সম্মানে ভূষিত হয়েছেন৷
২০১০ থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে৷ উপমহাদেশের কৃতিদীরেই এই পুরস্কার দেওয়া হয়ে থাকে৷ প্রথম বছরেই সচিন পেয়েছিলেন ‘লেবারা পিপল’স চয়েস’৷ শচীন এই অনুষ্ঠানে এসে জানিয়েছেন যে, চ্যারিটি ও একাধিক অনুষ্ঠানের মাধ্যমে টাকা তুলে গরীব মানুষদের সাহায্য করতে চান তিনি৷‘
সোলার লাইট’ দেওয়ার পরিকল্পনাও রয়েছে মাস্টারব্লাস্টারের৷ শচীন রাজ্যসভার সাংসদ হয়ে ইতিমধ্যেই দু’টি গ্রাম দত্তক নিয়েছেন৷ একাধিক সমাজসেবার সঙ্গে জড়িত তিনি৷ শচীনের চরিত্রের এই মানবিক দিকটাই তাঁকে অনন্য করে তুলেছে৷ ২০১৩-তে ক্রিকেট গুডবাই বলার পর শচীন এসব কাজেই নিজেকে ব্যাস্ত রেখেছেন শেষ চার বছর৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন