‘গরু জবাই করার কারণেই কেরালায় বন্যা হয়েছে’
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় সম্প্রতি ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যা হয়েছে। এই বন্যায় কেরালার পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। তবে এই বন্যার কারণ হিসেবে গরু জবাইকে প্রধান কারণ মনে করেন কর্নাটকের বিজেপি থেকে নির্বাচিত রাজ্যসভা সদস্য বাসানগৌদা পাতিল ইয়াতনাল। শুক্রবার কর্নাটকের বিজয়পুরায় এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
গত বছর কেরালায় কিছু মানুষ একটি খোলা জায়গায় গরু কোরবানি করেছিল। সেই সূত্র ধরেই এই মন্তব্য করলেন বিজেপির এই নেতা।
তিনি সাংবাদিকদের বলেন, কেরালায় মানুষ খোলাখুলি গরু জবাই করে। তো কি হলো অবশেষে? এক বছরের মধ্যেই এরকম একটি পরিস্থিতির (বন্যা) মুখোমুখি হয়েছে। যারাই হিন্দু ধর্মীয় বিশ্বাসকে আঘাত করছে তাদেরকেই এই ধরনের অবস্থার মুখোমুখি হয়েছে।
ইয়ানতাল বলেন, হিন্দুদের ধর্মীয় অনুভূতি গরুর সঙ্গে জড়িত এবং অন্যের ধর্মীয় বিশ্বাসকে আঘাত হানার অধিকার কারো নেই। কর্নাটকে এখন বিজেপি ক্ষমতায় এসেছে, গরু জবাই বন্ধ করার ব্যবস্থা করা হবে।
সম্প্রতি বিজেপির এই নেতা বিতর্কিত মন্তব্যের জন্য বেশ আলোচিত। গত মাসে তিনি বলেছিলেন, তিনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতেন তাহলে বুদ্ধিজীবীদের মাথায় গুলি করে মারতেন কারণ তারা সন্ত্রাসীদের মানবাধিকার নিয়ে কাজ করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন