গরু রক্ষায় কলকাতায় ‘কাউফি’!
আজকাল ছেলে-বুড়ো সবাই সেলফির নেশায় মত্ত। তাই কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা সেলফির এই নেশাকে গরু রক্ষার কাজে লাগাল।
‘গরু-সেবা পরিবার’ নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থা গরুর সঙ্গে সেলফি প্রতিযোগিতার আয়োজন করেছে। সংস্থাটি জানিয়েছে, ইতিমধ্যেই এই প্রতিযোগিতা ভালো সাড়া ফেলেছে।
এমন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ‘গরু-সেবা পরিবার’ অ্যাপটি ডাউনলোড করে গরুর সঙ্গে একটি সেলফি তুলে পোস্ট করতে হবে। সঙ্গে দিতে হবে নিজের যোগাযোগ ঠিকানা। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। তবে গরু হত্যা ও গরু রক্ষা যখন সারা দেশে অন্যতম রাজনৈতিক ইস্যু হয়ে দেখা দিয়েছে, তখন শহরের এক স্বেচ্ছাসেবীর সংস্থার এই কর্মসূচি ঘিরে উঠছে বহু প্রশ্ন। যদিও সংস্থার তরফে সাফ দাবি, তাদের এই সেলফি প্রতিযোগিতার সঙ্গে রাজনীতি বা ধর্ম গুলিয়ে না ফেলাই ভাল। গোরক্ষার উদ্দেশ্যেই তাঁদের এমন উদ্যোগ। সামাজিক ও বৈজ্ঞানিক কারণেই গরুকে রক্ষা করা উচিত।
কারণ গরুর দুধ, মূত্র বা গোবর সবই মানুষের দরকারে লাগে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন