গলাচিপা (ডাকুয়া) আদর্শ সরঃ প্রাঃ বিদ্যালয়ে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গলাচিপা (ডাকুয়া) আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার (৮আগষ্ট) সকাল ১১টায় নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। প্রধান শিক্ষক এবিএম এবাদুল্লাহ-এর সভাপতিত্বে শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক উম্মে সায়মা ও সালমা বেগম। সায়মা বেগম বলেন, বঙ্গবন্ধুকে বার বার কারাগারে নেয়ার পরও আন্দোলন থেমে থাকেনি, নেতা কর্মীদের সাহস প্রেরনা যুগিয়েছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। তিনি নিজের অলংকার বিক্রি করে সংগঠনের খরচ যুগিয়েছেন এবং বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছেন। তাই তাকে বঙ্গমাতা উপাধি দেয়া হয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস স্বপরিবারে তাকে ১৫ই আগষ্ট শাহাদাত বরণ করতে হয়েছে।
বঙ্গমাতার জীবন ও কর্মের উপর কোমলমতি শিশুদের অনুপ্রাণিত করতে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান শেষে বঙ্গমাতা এবং তার পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যদিয়ে জন্মবার্ষিকীর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন