গাইবান্ধায় এপেক্স ক্লাবের স্কুলিং ও চেঞ্জওভার সভা অনুষ্ঠিত

এপেক্স বাংলাদেশ জেলা-৭এর স্কুলিং ও চেঞ্জওভার শুক্রবার (৩১ মে) গাইবান্ধার এসকেএস ইন-এ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক।

জেলা-৭এর গভর্নর এপে: নাজমুল করিম ডলারের সভাপতিত্বে এবং আয়োজনের চেয়ারম্যান এপে: নাসিম আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপে: অ্যাড. মনিরুল ইসলাম পান্না, পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট এপে: রুহুল মইন চৌধুরী।

অতিথি ছিলেন এনওয়াইসিডি এপে: আবু হানিফ তুহিন, এনএসডি এপে: নুরুল আমিন চৌধুরী আরমান, এনইডি এপে: স্বপঙ্কর বড়ুয়া। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন বেগম রোকেয়া সরকারি কলেজের সহযোগি অধ্যাপক এলএনএম আজহারুল ইসলাম দুলাল, এনআইআরডি এপে: ইঞ্জিনিয়ার জামান আহম্মেদ, পিডিজি-১ এপে: হুমায়ুন কবীর, পিডিজি-১ এপে: শরীফউদ্দিন ভুঁইয়া, পিডিজি-২ এপে: শহিদুল আলম বাপি প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলদিয়ে বরণ করেন এপেক্স ক্লাব অব গাইবান্ধার প্রেসিডেন্ট এপে: অধ্যাপক ধীরেশ চক্রবর্ত্তী উজ্জল ও সাবেক প্রেসিডেন্ট এপে: খায়রুজ্জামান দুদু। ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান জেলা-৭এর গভর্নর এপে: নাজমুল করিম ডলার। কার্যক্রমে জেলা ৭ এর আওতাধীন ৯টি ক্লাবসহ সারাদেশের ১৭৫জন এপেক্সিয়ান অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত করা মনুষ্যত্যের কাজ। মানুষ মানুষের কল্যাণে কাজ করবে। এক্ষেত্রে আন্তর্জাতিক সেবাধর্মী প্রতিষ্ঠান এপেক্স ক্লাবের গুরুত্ব কোন অংশেই কম নয়। তিনি সর্বদা সকলকে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান। সেইসাথে এপেক্স ক্লাবের কর্মকাণ্ডের প্রশংসা করেন।