গাইবান্ধায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ গ্রেফতার- ৫

গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল ও জেলা যুবদলের সভাপতি রাকিব হাসান চৌধুরীসহ ৫ নেতার্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পৌরপার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, গাইবান্ধা পৌরসভার ২নং ওয়ার্ডের সদস্য সচিব মেহেদী হাসান হিল্লোল, ১নং ওয়ার্ডের সদস্য সচিব খোকা ও আব্দুস ছাত্তার।

গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে পৌরপার্ক এলাকায় বিএনপির ডাকা হরতালের সমর্থনে তারা পিকেটিং করছিল। এসময় ৫ জনকে আটক করা হয়।

তিনি আরো জানান, হরতালে শহরের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশি টহল বাড়ানো হয়েছে। কেউ জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।