গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ট্র্যাফিক পুলিশ নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/1_20230824_202528_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধা জেলা শহরের বড় মসজিদ সংলগ্ন পুরাতন জেলখানা মোড়ের জিরো পয়েন্ট এলাকায় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় বিপ্লব প্রামাণিক নামে এক ট্র্যাফিক পুলিশ ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
তিনি মোটরসাইকেল চালিয়ে ডিউটিতে আসার সময় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে নিহত হন। নিহত বিপ্লব সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি ট্র্যাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। গাইবান্ধা জেলা শহরের বাংলাবাজার এলাকার একটি ভাড়া বাসায় স্ব-পরিবারে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে ট্রাফিক পুলিশ বিপ্লব বাসা থেকে বেরিয়ে মোটরসাইকেল যোগে ট্রাফিক অফিসে যাচ্ছিলেন। এসময় শহরের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি ট্রাক চলন্ত মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মুহুর্তেই রাস্তায় ছিটকে পড়ে তিনি নিহত হন।
এব্যাপারে সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা জানান, অজ্ঞাত ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। সড়কে ছিটকে পড়ে এসময় মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়। ঘাতক ট্রাকটি শনাক্তসহ চালককে আটক করতে পুলিশি জোর তৎপরতা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন