গাইবান্ধায় ‘তরুলতা’র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত
গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ করেছে ‘তরুলতা’ নামে একটি রক্তদান সংগঠন।
সোমবার (১০ জুন) ঘাগোয়া মিয়াজান ব্যাপারী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এসময় সংগঠন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
তরুলতা সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান সজিব জানান, বিশ্বের কোনো ডাক্তার এ পর্যন্ত রক্তের প্রয়োজনে বিকল্প কিছু আবিষ্কার করতে পারেনি।
তরুলতা রক্তদান সংগঠন একটি সেবা দান প্রতিষ্ঠান। এ সংগঠনটি রক্তের প্রয়োজনে সবসময় মানুষের পাশে আছে। রক্তের প্রয়োজনীয়তা বিবেচনা করেই তরুলতা রক্তদান সংগঠনটি ২০২০ সাল থেকে বিনামূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন করে আসছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন