গাইবান্ধায় ‘তরুলতা’র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ করেছে ‘তরুলতা’ নামে একটি রক্তদান সংগঠন।

সোমবার (১০ জুন) ঘাগোয়া মিয়াজান ব্যাপারী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এসময় সংগঠন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

তরুলতা সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান সজিব জানান, বিশ্বের কোনো ডাক্তার এ পর্যন্ত রক্তের প্রয়োজনে বিকল্প কিছু আবিষ্কার করতে পারেনি।

তরুলতা রক্তদান সংগঠন একটি সেবা দান প্রতিষ্ঠান। এ সংগঠনটি রক্তের প্রয়োজনে সবসময় মানুষের পাশে আছে। রক্তের প্রয়োজনীয়তা বিবেচনা করেই তরুলতা রক্তদান সংগঠনটি ২০২০ সাল থেকে বিনামূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন করে আসছে।