গাইবান্ধায় পলিথিন জব্দ ২০ হাজার টাকা জরিমানা আদায়
গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ অভিযানে কয়েকটি দোকান থেকে ১০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একইসঙ্গে কয়েকজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের নেতৃত্বে শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২ টার দিকে জেলা শহরের পুরাতন বাজার ও হকার্স মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তার সঙ্গে জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলম, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয়ক মারুফ হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, বর্তমান সরকার সারাদেশে পলিথিন নিষিদ্ধ করেছে। সরকারের এ উদ্যোগকে কার্যকর ও ফলপ্রসু করতে জেলা প্রশাসনের এই অভিযান। এ অভিযান অব্যাহত থাকবে। সরকারের এই নির্দেশ যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন