গাইবান্ধায় পূর্ব শত্রুতার জেরে শিশুকে পানিতে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/08/Screenshot_2021-08-10-19-02-35-90.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার নয় আনা নওদা গ্রামের ওমাপুরের জমিজমা সংক্রান্ত দ্বন্দ কোলহের মামলা মোকাদ্দমার জেড়ে এবার শিশু কে পানিতে ফেলে হত্যা চেষ্টার অভিযোগ থানায় দিয়েছে শিশুটির পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়,জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেড়ে গত ১৯ জুলাই একটি পলাশবাড়ী থানায় মামলা নং – ২১ এর আদালত হতে জামিন পেয়ে পূর্ণরায় বিবাদিগণ সংঘবদ্ধ হয়ে বাদীর পরিবার পরিজনের উপর হামলা চালিয়েছে ব্যর্থ হয় । এতে বাদীপক্ষ বাহিরে না বের হলে বিবাদীগণ গতকাল ৯ আগস্ট সোমবার সকালে সুর্মিতা আক্তার (৫) শিশু কন্যাকে রাস্তায় পেয়ে লাত্থি গুড়ি মেরে পুকুরে ফেলে দেয় পরে শিশুটির ডাকচিৎকারে স্থানীয়রা শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
এঘটনায় পলাশবাড়ী থানায় শিশুটির বাবা রুহুল আমিন বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগের তদম্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন