গাইবান্ধায় বন্যায় মৎস্য চাষীদের ৫ কোটি টাকার মাছ ভেসে গেছে
গাইবান্ধার চারটি উপজেলায় চলমান রয়েছে বন্যা। বন্যার পানিতে প্লাবিত হয়ে মৎস্য চাষীদের ৪৫৭ পুকুরের মাছ ভেসে গেছে। এতে পুকুরের অবকাঠামো, পোনা ও মাছের ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা।
বুধবার (১০ জুলাই) গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করে দফতরটির হিসাব রক্ষক মো. সুজাউল সরকার জানায়, বন্যা কবিলত গাইবান্ধার সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার ৩৪৭ জন মৎস্য খামারীদের ক্ষতির শিকার হয়েছে। তাদের ৯৬ দশমিক ৪৭ হেক্টর আয়তনের ৪৫৭ পুকুরের মাছ ভেসে গেছে। এসব মাছের ওজন প্রায় ৩৪ হাজার ৪০৯ মেট্রিকটন।
এরমধ্যে ৪ কোটি ৬৩ লাখ ২২ হাজার টাকা মূল্যের বড় মাছ, ২৯ লাখ ৭৪ হাজার টাকার পোনামাছ ও ৩৪ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের অবকাঠামো ক্ষয়-ক্ষতি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, গাইবান্ধার মৎস্য চাষীরা বানিজ্যিক ভাবে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন। এরই মধ্যে শতশত পুকুর বন্যার পানিতে প্লাবিত হয়ে ভেসে গেছে তাদের স্বপ্ন। এ কারণে নানান দুশ্চিন্তায় পড়ছেন তারা। এখন কীভাবে ঘুরে দঁাড়াবেন এই চিন্তায় নির্ঘুম রাত কাটছে তাদের।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী নজরুল ইসলাম বলেন, লাভের আশায় বিভিন্ন ঋণদান প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে দুইটি পুকুরে মাছচাষ শুরু করছিলাম। সেই মাছগুলো অনেকটা বড় হয়েছিল। এরই মধ্যে রাক্ষুসি বন্যায় সব মাছ ভেসে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকা ক্ষতি হয়েছে।
গোলজার রহমান নামের আরেক চাষী বলেন, বন্যায় ৫ লাখ টাকা মূল্যের পোনা ও মাছের ক্ষতি হয়েছে। এখন পথে বসার অবস্থায়। এতে থেকে পরিত্রাণ পেতে সরকারি সহায়তা এ সহজ শর্তে ঋণের দাবী করছি।
গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মারজান সরকার জানান, চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাসীদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। তাদের প্রণোদনার দেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা পাঠানো হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন