গাইবান্ধায় বিদেশি পিস্তলসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার: ম্যাগজিন-গুলি জব্দ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/06/Gaibandha-PHOTO-01-6-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগজিন জব্দ করা হয়েছে। এসময় ডিবি পুলিশ নজরুল ইসলাম প্রধান (৪২) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।
এ নিয়ে শনিবার দুপুরে পুলিশ লাইন্স মাঠে গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান। গ্রেফতারকৃত নজরুল ইসলাম প্রধান সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর প্রধান পাড়া গ্রামের মৃত সিরাজ প্রধানের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কামাল হোসেন উল্লেখ করেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ওয়ার্ডের জিন্না খাঁ নামে এক কৃষকের জমিতে অভিযান চালানো হয়। এসময় নজরুল ইসলামের শরীর তল্লাশি করে কালো রংয়ের সচল একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়। এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্যাহ আল মামুন, ডিবির অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন