গাইবান্ধায় সরকারি- বেসরকারি হজযাত্রীদের প্রশিক্ষণ
গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী প্রশিক্ষণ নিজস্ব মিলনায়তনে সোমবার অনুষ্ঠিত হয়। হজযাত্রী প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম।
ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা:
মো. সোহেল রানা, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক মো. মোজাহারুল মান্নান, জেলা কালেক্টরেট মসজিদের পেশ ইমাম মুফতি যোবায়ের আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে হজে পালনে সকল নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করা হবে। যাতে করে হজ্ব পালন করতে গিয়ে কেউ কোন সমস্যার সম্মুখিন না হন সেজন্য এই প্রশিক্ষণ যথেষ্ট ভুমিকা রাখবে।
উল্লেখ্য যে, চলতি বছর গাইবান্ধা জেলা থেকে সরকারিভাবে ৪০৬ জন এবং বেসরকারিভাবে ৪১৪ জন হজ্ব পালনে অংশ নেবে। এসব হজ্ব যাত্রীদের সুষ্ঠুভাবে হজ্ব পালনে সরকারিভাবে ১০ জন গাইড নিয়োগ দেয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন