গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় নিহত-২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
শনিবার (৬ আগস্ট) ভোরে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত ভ্যান চালক শাহাজাহান আলী (৫০) বোয়ালিয়ার গ্রামের শিববারী পাড়ার আলহাজ্ব বাতেন মন্ডলের ছেলে। অন্যজন হলেন নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখ এর ছেলে ফরিদ শেখ (২২)।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি নৈশকোচ গোবিন্দগঞ্জের নাকাইহাট এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন। এসময় আহত হন আরও দুইজন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। আহত দুই জনকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে তাদের অবস্থা আশংকা জনক হওয়ার রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে। ঘটনায় পরেই বাসটির চালক ও হেলপার ঘাতক বাসটি রেখে পালিয়ে যায় বলেও জানান ফায়ার স্টেশনের এই কর্মকর্তা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন