গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের হাতে তীর-ধনুক নিয়ে সড়ক অবরোধ তীব্র যানজট ও ভোগান্তি
সাঁওতাল হত্যার বিচার ইপিজেড প্রকল্প বন্ধসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড়ে রোববার মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে। এই অবরোধ কর্মসূচি ফলে ঈদের ছুটিতে বাড়ি আসা মানুষদের ঢাকা ফিরতে চরম দুর্ভোগের শিকার হয়েছে।
এ অবরোধের ফলে ঢাকা- রংপুর ঢাকা -দিনাজপুর মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ায় তীব্র যানজট সৃষ্টি হয়। জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি এই কর্মসূচি পালন করে। এর আগে গোবিন্দগঞ্জের কাটামোড় এলাকা থেকে সাঁওতালরা তীর-ধনুক হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার চার মাথা মোড়ে এসে ঘন্টাব্যাপি সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
অবরোধ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন রংপুর জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক জোসেফ সরেন, দিনাজপুর আদিবাসী পরিষদের সভাপতি প্রদীপ মালকো, বাংলাদেশ খ্রীষ্টান অ্যাসোসিয়েশন রংপুরের জেলা চেয়ারম্যান ও আদিবার্স মুক্তিমোর্চা রংপুর বিভাগের সভাপতি মোথিয়াস মার্ডি, দিনাজপুর আদিবাসী মুক্তিমোর্চার সভাপতি মিস্টার আলবিনুস টুডু, জাতীয় আদিবাসী পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, আদিবাসী নেতা রবি সরেন, গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ভুমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, কোষাধ্যক্ষ প্রিসিলা মুর্মু, দিনাজপুর বাসদের আহবায়ক কিবরিয়া হোসেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি রিনা মুর্মু প্রমুখ। এ অবরোধ কর্মসূচিতে
আদিবাসীরা হাতে তীর ধনুক লাঠিসোটা নিয়ে গোবিন্দগঞ্জে বাগদা ইক্ষু খামার এলাকায় সরকার ঘোষিত জিপিজেড কর্মসূচি বন্ধের দাবি করায় সচেতন মহলের মধ্য তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন