গাইবান্ধার গোবিন্দগঞ্জে বসতবাড়ি ভাংচুর ও হুমকির অভিযোগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতারক চক্রের সক্রিয় সদস্যদের দ্বারা সংঘবদ্ধভাবে বসতবাড়িতে ভাংচুর, নগদ অর্থ চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগ।
শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় উপজেলার দরবস্ত ইউপির হোসেনপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মৃত আব্দুল গাছুর ছেলে আজির উদ্দিন প্রতিবেশি মোজা মিয়া, আরিফুল ইসলাম, রানা বাবু, বাবুল মিয়া ও রতন মিয়াকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রতিবেশিরা পূর্ব থেকেই পারিবারিক বিষয়ে শত্রুতা ও নানাভাবে ভয়-ভীতির হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় তারা সংঘবদ্ধভাবে ভুক্তভোগীর বসতবাড়ির টিনের চালা ও বাঁশের বেড়া, দরজা-জানালা এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসময় তারা বাক্সে রক্ষিত প্রায় ১ লাখ ৪৬ হাজার টাকা চুরি করে।
ভুক্তভোগী জানান, অভিযুক্তরা আমাকে নানা ধরনের ভয়-ভীতি দেখাচ্ছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এছাড়াও অভিযুক্ত আরিফুল, রানা বাবু ও রতন মিয়া একদলভুক্ত প্রতারক চক্রের সক্রিয় সদস্য।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন