গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩টি ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গুমানীগনঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে অর্থায়নে ৩টি ব্রিজ চলাচলের জন্য নির্মাণ কাজের উদ্বোধন করলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদএমপি।
রবিবার (২৩ জুন) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন খালের উপর ৩টি ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, অবহেলিত জনপদের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সরকারের লক্ষ্য অবহেলিত অঞ্চলে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ করে অন্যান্য সুবিধার মাধ্যমে শহরের মত সকল সুবিধা দিয়ে যাওয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, ভাইস চেয়ারম্যান এম এ মতিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া রায় পাখি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল সংসদ সদস্যের সমন্বয়ক আতিকুর রহমান আতিক, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ,সাবেক চেয়ারম্যান এসএম রিপন প্রমুখ।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, প্রায় ৬০ লাখ টাকা ব্যায়ে এই ব্রিজ গুলি হলো উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের তরফমনু সড়কের খালের উপর ৬ মিটার ব্রিজ,অনন্তপুর ড্রেইনপাড়া সড়কের খালের উপর ব্রিজ,বালুভরা পূর্বপাড়া খালের উপরে ৬ মিটার ব্রিজ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন