গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের চাকায় পৃষ্ট হয়ে এক পথচারীর মৃত্যু
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নে দামেদরপুর পূর্বপাড়ায় জোবেদা নামক স্থানে জোবেদা বেগম (৪৫) নামে এক নারী পথচারী মোটরসাইকেলে পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানান, বুধবার (২৩ অক্টোবর) বেলা ২টায় এই ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ উপজেলা তালুক কানুপুর ইউনিয়নে দামেদরপুর পূর্বপাড়া মো. আঃ সুবহানের স্ত্রী। এক মোটর সাইকেলে ৪জন ছেলে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাইয়ে আসছিল।
জোবেদা বেগম তার ছোট নাতীকে নিয়ে রাস্তার সাইট দিয়ে হাটছিলেন, এমন সময় দ্রুত গতিতে মোটরসাইকেলটি, জোবেদা বেগমকে জোড়ে ধাক্কা দেয় দিলে আট দশ হাত দূরে ছিটকে ফেলে দেয়। সিটকে পড়ার পরই মাথায় ফেটে দ্রুত গতিতে রক্ত বের হতে থাকে।
স্থানীয় লোকজন এসে হাসপাতালে নিয়ে যেতে রাস্তার মাঝেই মৃত্যুবরণ করেন তিনি। দুর্ঘটনা স্থান থেকে মোটরসাইকেল চালিত চার যুবককে স্থানীয় লোকজন আটক করে থানা পুলিশের কাছ হস্তান্তর করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন