গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ এলাকায় চাল বোঝাই ট্রাকের চাপায় সামছুল ইসলাম (৫০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহ’ত সামছুল ইসলাম উপজেলার সাপমারা ইউনিয়নের সাপমারা গ্রামের আবু বক্করের পূত্র।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শী জানায়, (২৭ আগষ্ট) বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ থেকে কামদিয়াগামী একটি চাল বোঝাই ট্রাক সাপমারা ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছিলে, খামারপাড়া দিক থেকে আসা এক সামছুল ইসলামের এক বাইসাইকেল পিছনে একটি শিশুকে ছিল। শিশুটি লাফ দিয়ে সাইকেলটি থেকে নেমে পড়লে বাই সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বুলবুল ইসলাম এ দুঘর্টনায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন





