গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা প্রশাসক বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকায় ঢাকা রংপুর মহাসড়ক সম্প্রসারন কাজের কারনে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঝুকিপূর্ণ হয়ে পরায় গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান,পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুকিতুর রহমান রাফি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন শফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জহিরুল ইসলাম,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সাজাদ হোসেনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসক কে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান শিক্ষিকা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন