গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোরকে আটক করে থানায় সোপর্দ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জে মাদকসেবী গরু চোরকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে চেয়ারম্যান।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কোচমুড়ি গ্রামে একটি বাড়িতে চুরির সময় দুইজনকে আটক করে স্থানীয়রা। পরে ইউনিয়ন পরিষদে আনলে ইউপি চেয়ারম্যান থানা পুলিশের হাতে তাদের সোপর্দ করে। আটক চোর নজরুল ইসলাম (৪৫) উপজেলার দরবস্ত ইউপির নয়াপাড়া গ্রামের মৃত মান্নানের পুত্র এবং সুলতান মাহমুদ গুমানীগঞ্জ ইউপির চক কোচমুড়ি গ্রামের কলিম উদ্দিনের পুত্র। তারা উভয়ই মাদকসেবী। মাদকের টাকা সংগ্রহে তারা প্রায়ই বিভিন্ন এলাকায় সুযোগ মত হাঁস-মুরগী, গরু-ছাগল চুরি করত।
বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ জানান, আমার ইউনিয়নে চোর ও মাদকমুক্ত করার লক্ষ্যে রাত্রিকালীন টহল ব্যবস্থা চালু রয়েছে। প্রতিটি গ্রামে স্থানীয় যুবাদের সহযোগিতায় এ টহল চলাকালীন আজ রাতে একটি বাড়ি থেকে হাঁস-মুরগি চুরির সময় দুই চোরকে আটক করে। পরে আরিফুজ্জামান রুয়েল তাদের পরিষদ কার্যালয়ে আনলে পুলিশ ডেকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন