গাইবান্ধার গোবিন্দগঞ্জে রুমের ভেতর টেকনিশিয়ানের গলিত মরদেহ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মিঠুন সরকার (২৫) নামের এক টেকনিশিয়ানের ঝুলন্ত গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিঠুন সরকার মোবাইল ফোন কোম্পানির টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (৪ মার্চ) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের ৯নং ওয়ার্ড এলাকার একটি ভাড়া বাসা থেকে মিঠুন সরকারের মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন।
নিহত মিঠুন সরকার জয়পুরহাট সদরের পুর্ব পেচুলিয়া গ্রামের সন্তোষ সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, মিঠুন সরকার মোবাইল ফোন কোম্পানির টেকনিশিয়ান হিসেবে চাকরি করতেন। প্রায় দেড় মাস আগে পৌরসভার ৯নং ওয়ার্ডের একটি বাসার রুম ভাড়া নিয়ে থাকছিলেন। আজ দুপুরের দিকে বাসা মালিক দুর্গন্ধ পায়। এরপর মিঠুনের রুমের দরজা ভেতরে বন্ধ দেখে পুলিশ খবর দেয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, খবর পেয়ে রুমের বন্ধ দরজা ভেঙে মিঠুন সরকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি পঁচন ধরছিল। তার মত্যুর রহস্য খতিয়ে দেখা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন