গাইবান্ধার গোবিন্দগঞ্জে বোয়ালিয়া যুব সমাজের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বোয়ালিয়া ১ নং ওয়ার্ডে যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি। তালুককানুপুর ইউপি চেয়ারম্যান ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি খন্দকার মো. আব্দুর রহমান মাস্টার, গোবিন্দগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আকন্দ, সাপমারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, কামারদহ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক তৌকির হাসান রচি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন, রাখালবুরুজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মাস্টার, বোয়ালিয়া নয়াপাড়া জামে মসজিদের সভাপতি মেহেদী হাসান, ছাত্রনেতা মুক্তার হোসেন সাদ্দাম, বাবুল ইসলাম সাবেক ছাত্রলীগ নেতা রুবেল মাহমুদ প্রমুখ।
গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম (জাফু)র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি পবিত্র মাহে রমজান উপলক্ষে যুব সমাজের উদ্যোগে এমন আয়োজনের সম্পৃক্ত সকলকে সাধুবাদ জানান। তিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষে তার মনোনীত ব্যক্তিকে বিজয়ী করার আহ্বান জানান। এসময় এমপি হিসেবে তার বিগত সময়ের ক্ষমতামলের স্মৃতিচারণ করে দৃশ্যমান উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তুলে ধরেন। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তবে আপনারা আমার সাথে থেকে কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম বাদশা। পরে উপস্থিত সকলকে নিয়ে ইফতারে শরিক হন সাবেক এমপি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন