গাইবান্ধার চরাঞ্চলের সুবিধা বঞ্চিত ৭৫টি পরিবারের মধ্যে ভেড়া ও ছাগল বিতরণ করেন- হুইপ গিনি

গাইবান্ধা সদর উপজেলার চরা লের সুবিধা বি ত ৭৫টি পরিবারের মধ্যে আজ ১৩ জুলাই বৃহস্পতিবার ভেড়া ও ছাগল বিতরণ করা হয়। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নের নির্বাচিত সুফলভোগীদের মাঝে এই ভেড়া ও ছাগল বিতরণ করা হয়। এ উপলক্ষে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের ঈদগাহ মাঠে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল আলম, গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ মাছুদার রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার তরুণ কুমার দত্ত, ভেটেনারি ট্রেনিং সার্জেন্ট আনোয়ার হাসান, সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মৃদুল মোস্তাফিজুর ঝন্টু, প্রকল্প পরিচালক নন্দ কুমার প্রমুখ। পরে হুইপ গিনি ৬০টি সুবিধাভুগী পরিবারের মধ্যে তিনটি করে ভেড়া ও ১৫টি পরিবারের মধ্যে ২টি করে ছাগল বিতরণ করেন।