গাইবান্ধার পলাশবাড়ীতে দূর্ণীতি দমনে সচেতনতা বৃদ্ধিতে মাধ্যমিক পর্যায়ে আন্তঃবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
“আমরাই পারব বড় হয়ে দেশের দায়িত্ব নিয়ে দেশকে দূর্ণীতিমুক্ত” এই আমাদের অঙ্গীকার নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দূর্ণীতি দমনে সচেতনতা বৃদ্ধিতে মাধ্যমিক পর্যায়ে আন্তঃবিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ১ জুন (বৃহস্পতিবার) (১লা জুন) সকালে উপজেলা পরিষদ টাউন হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন রংপুর দূর্ণীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মমিন উদ্দিন ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নবী উল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: মাহতাব হোসেন ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অলিউল ইসলাম বাদল প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সুজন মিয়া ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মাদ আলমগীর হুসেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আ.ই.ম: মিজানুর রহমান ও এটিএম মিজানুর রহমান খান সুজন। রংপুর দূর্ণীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের অর্থায়নে বিতর্ক প্রতিযোগিতায় ৪টি গ্রুপে ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
বিদ্যালয়গুলো হলো পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়, গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, কাশিয়াবাড়ী হাইস্কুল এন্ড কলেজ, সুলতানপুর উচ্চ বিদ্যালয়, ঢোলভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় ও আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় আনারআপ নির্বাচিত হয়।
এতে এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী দলনেতা জাবির আসআদ খান সেরা বক্তা নির্বাচিত হয়। এদিন বিকেলে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতের পুরস্কার তুলে দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন