গাইবান্ধার পলাশবাড়ীতে টেনিস কমপ্লেক্সের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা টেনিস কমপ্লেক্স-এর উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন।
মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে টেনিল কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএমে মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমাদুল হাসান, থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানসহ উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে তিনি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন এবং গাছের চার রোপন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন