গাইবান্ধার পলাশবাড়ীতে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীর উপজেলার হোসেনপুর ইউনিয়নে অতিদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।
রোববার (৭ এপ্রিল) সকালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাসবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে তালিকাভুক্ত ৪ হাজার ২শ’ দরিদ্রদের মাঝে ভিজিএফ কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু। এসময় ট্যাগ অফিসার সহকারি উপজেলা শিক্ষা অফিসার ফিরোজ কবির আকন্দ, ইউপি সচিব বিষ্ণুপদ কর্মকার, ইউপি সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এছাড়াও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে উপজেলার সকল ইউনিয়নে অতিদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম সার্বক্ষনিক তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন