গাইবান্ধার পলাশবাড়ীতে নৌকা প্রার্থী স্মৃতির পক্ষে বিশাল মিছিল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/12/Palashbari-Pic-03-6-864x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচণীআসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. উস্মে কুলসুম স্মৃতি’র পক্ষে বিশাল বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে পলাশবাড়ী পৌর আওয়ামী লীগের উদ্যোগে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে নৌকার শ্লোগানে পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক এনামুল হক মকবুলের নেতৃত্বে বিশাল মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় জেলা আওয়ামী লীগ সদস্য পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যাক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেকবলীগ, মৎস্যলীগ, মহিলালীগ ছাড়াও সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী এবং ভোটার সমর্থকরা অংশ নেয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন