গাইবান্ধার পলাশবাড়ীতে কীটনাশক পানে হাসপাতালে ভর্তি ৫ শিশুই শঙ্কামুক্ত
গাইবান্ধার পলাশবাড়ীতে কাকতালীয় কৌতূহল বশতঃ কীটনাশক পানে হাসপাতালে ভর্তি অসুস্থ ৫ শিশু এখন শঙ্কামুক্ত।
সোমবার (১ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়ইপাড়া গ্রামে স্পর্শকাতর ঘটনাটি ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ফসলি জমিতে ব্যবহৃত কীটনাশকের বোতলের মুখে নক দিয়ে বের করা কীটনাশক মুখে দিয়ে শিশুরা অসুস্থ হয়। স্বজনরা এসময় তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করে। শিশুরা হলেন, ওই গ্রামের গোলাম আযমের ছেলে আবু বক্কর (৪), হবিবর রহমানের ছেলে তামিম মিয়া (৩), হামিদুলের মেয়ে মরিয়ম আক্তার (৪), হাবিলের ছেলে নাজিম (৪) ও জেলালের মেয়ে জাফরিন (৩)।
স্বজনরা জানায়, একই গ্রামের হামিদুল ইসলাম পোকার আক্রমণ রক্ষায় এদিন সকালে তার ফসলি জমিতে কীটনাশক প্রয়োগ শেষে খালি বোতল নিজ ঘরের বেড়ায় ঝুলিয়ে রাখেন। বিকেলে ওই শিশুরা খেলতে গিয়ে একের পরে এক কৌতুহল বশতঃ বোতলে আটকে থাকা তরল কীটনাশক নখ দিয়ে বের করে মুখে দেয়। অসুস্থ্ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তিসহ চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও মুহাম্মদ আনিসুর রহমান জানান, কীটনাশক পানে শিশুরা অসুস্থ হয়ে পড়েছিল। ওরা এখন শঙ্কামুক্ত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন