গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার সরঞ্জমাদিসহ ৩ জুয়ারী আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জমাদিসহ ৩ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নিদের্শনায় পলাশবাড়ী থানা এলাকাকে জুয়ামুক্ত করার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই পরিমল চন্দ্র রায় ও এসআই মোহাম্মদ মুরাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের গনেশপুর বাজার এলাকায় কলাবাগানে এ অভিযান পরিচালনা করে।
এসময় ডাব্বু জুয়ার সরঞ্জমাদিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের মৃত দুলা মন্ডলের ছেলে শ্রী বিপুল মন্ডল (৩১), পৌরশহরের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আব্দুল মালেক মিয়া (৩৮) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কাদিমনগর গ্রামের মৃত প্রিয়নাথ দাসের ছেলে শ্রী দীলিপ চন্দ্র দাস (৫৫)।
থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে কোট হাজতে প্রেরণ করাসহ থানায় একটি নিয়মিত মামলা (নং-১৭, তাং-১৮/০৪/২০২৪) দায়ের করা হয়েছে। অত্রালাকায় সবধরনের অপরাধ নিবারণকল্পে থানা পুলিশের গ্রেফতারী অভিযান অব্যাহত রয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন