গাইবান্ধার পলাশবাড়ীতে জমিজমা সংক্রান্ত মামলার জেরে বসতবাড়ীতে হামলা

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিজ্ঞ আদালতের মামলার নোটিশ পাওয়ার পর বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে জোরপূর্বক বাদীর বসতবাড়ীর গাছপালা কর্তনসহ টিনের বেড়া ভাংচুর করার অভিযোগ উঠেছে।

জানা যায়, পলাশবাড়ী পৌরশহরের হিজলগাড়ী গ্রামের মুনছুর আলী গংরা গাইবান্ধা বিজ্ঞ আদালতে একটি প্রসিকিউশিন মামলা (নং- ১১৪/২৪) দায়ের করেন। উক্ত মামলার নোটিশ পাওয়ার পর গত ১৭ এপ্রিল তারিখে বিবাদীপক্ষ ক্ষিপ্ত হয়ে বাদীপক্ষের বসতবাড়ীতে জোরপূর্বক প্রবেশ করতঃ গাছপালা কর্তন এবং টিনসেটের বেড়া ভাংচুরসহ প্রায় ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করে। পরে বিবাদী গংরা বাদী পক্ষের রাহেনা বেগম, মুনছুর আলী এবং সুজন মিয়াকে সুযোগমত পাইলে খুন-জখম করিবে মর্মে হুমকি প্রদান করে চলে যায়।

এ ব্যাপারে রাহেনা বেগম বাদী হয়ে ফারুক, সামছুল, ডাবলু, কাবিল, মালেক, আপেল, শাওন, আলমগীর ও আঃ মজিদ গংরাদের বিবাদী করে থানায় একটি সাধারণ ডাইরী (নং-৬৮৪, তাং- ১৭/০৪/২৪) দাখিল করেন। বিষয়টি নিয়ে রাহেনা বেগমসহ বাদী পক্ষ তাদের জান-মাল রক্ষার্থে প্রশসানের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।