গাইবান্ধার পলাশবাড়ীতে সাড়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্ৰেফতার

গাইবান্ধার পলাশবাড়ীতে যানবাহন তল্লাশিকালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারী ওবায়দুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গাইবান্ধার পুলিশ সুপারের নির্দেশক্রমে পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে এক অভিযান পরিচালনা করা হয়।

থানা পুলিশের এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি পুলিশ টীম পলাশবাড়ী পৌর শহরের অদূরে ঢাকা-রংপুর মহাসড়কে বাঁশকাটা ব্রাকমোড় পয়েন্টে চলন্ত যানবাহন সমূহে তল্লাশি অভিযান শুরু করেন। এসময় রংপুর হতে বগুড়াগামী আগমন পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১১-০২৩৭) তল্লাশিকালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ ওবায়দুলকে আটক করা হয়। আটক মাদক কারবারী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাটারী গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে।

থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৩৬ (১), রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়।