গাইবান্ধার পলাশবাড়ী বিআরডিবি’র সুফলভোগী সদস্যদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি’র) আয়োজনে সুফলভোগী সদস্যদের তিন দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুন) সকালে উপজেলার বিআরডিবি কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলার পল্লী উন্নয়ন অফিসার মো. হাসানুজ্জামান, জুনিয়ার অফিসার ফিরোজ কবীর, পলাশবাড়ী ইউসিসিএ লিমিটেডের সভাপতি লাকী আক্তার ও সাবেক সভাপতি আতোয়ার রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে ‘দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির’ সুফলভোগী ৪০ জন সদস্যদের অংশগ্রহণে তিন দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি সংযুক্ত