করোনাকালেও

গাইবান্ধার বিনোদন কেন্দ্র গুলোতে মানুষের উপচে পড়া ভীড়

করোনাকালে দেশে তৃতীয়বারের মতো ঈদ অনুষ্ঠিত হচ্ছে। গাইবান্ধাসহ দেশজুড়ে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার উদ্বেগ বাড়ালেও ঈদে ভ্রমণপিপাসুদের এ নিয়ে বিন্দুমাত্র দুশ্চিন্তা নেই। ঈদের নামাজ, শুভেচ্ছা বিনিময় শেষে মানুষ ছুটেছে বিনোদন কেন্দ্রের দিকে।

ঈদের দিন শুক্রবার ও পরদিন শনিবার দুপরের পর থেকেই গাইবান্ধা জেলা শহরের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। পৌরপার্ক, বালাসী ঘাট, ঘাঘট পাড়ে দেখা গেছে মানুষের উপচে পড়া ভীড়।

করোনা সংক্রমণরোধে পৌরপার্ক-এ জনসমাগমে বিধিনিষেধের কারনে পার্কের প্রবেশ পথগুলো বন্ধ থাকলেও তা বাধা হয়ে দাড়াতে পারেনি দর্শনার্থীদের সামনে। আনন্দে কোনো কমতি হয়নি তাদের। বিকেলে পৌরপার্ক মুখর হয়ে ওঠে মানুষের আনাগোনায়।

ঈদে করোনা ভীতি কাটিয়ে যেন ছন্দে ফিরেছে শহর। ভাইরাসের চোখ রাঙানি উপেক্ষা করে মানুষের ভিড় দেখা গেছে ব্রহ্মপুত্র পাড়ে বালাসী ঘাটে, ঘাঘট লেক ও নতুন ব্রীজ এলাকাতেও। কেউ ব্যস্ত গল্প-কথায়। কেউ মায়ের হাত ধরে ঘুরে দেখছে চারপাশ। কেউ ব্যস্ত সঙ্গীর সঙ্গে আড্ডায়। এতে অনেকটা স্বস্তির মুখ দেখেছে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীরা।

যত কঠিন সময়ই কাটুক, ঈদ বলে কথা। আয়োজন না থাক, মন কিন্তু ঠিক গাইবে ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ।’ এ যেন বিষন্ন সময়ে অন্যরকম এক ঈদ, অন্যরকম আনন্দ।