গাইবান্ধার সুন্দরগঞ্জে তিন জামায়াত কর্মী গ্রেপ্তার
গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতে ইসলামীর তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিস্ফোরক আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র কদমতলা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আলম মিয়া ওরফে আলা (৩৮), কেরামত আলীর ছেলে আব্দুল খালেক মন্ডল (৬৫) ও রামভদ্র গ্রামের কছর উদ্দিনের ছেলে তারিকুল ইসলাম ওরফে চাঁদ মিয়াকে (৫০) গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা জাময়াতের সেক্রেটারী শহিদুল ইসলাম মঞ্জু গ্রেপ্তারকৃতদেরকে চেনেন না বলে জানালেও তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সর্বানন্দ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম গ্রেপ্তারকৃতদের তার নির্বাচনী কর্মী-সমর্থক দাবি করে বলেন তারা জামায়াতে ইসলামীর কর্মী।
সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, গ্রেপ্তারকৃতরা সকলেই জামায়াতের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনাসহ বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন