গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে জেরে একজন নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জমি সংক্রান্ত বিরোধে মমতাজ আলী (৬৭) এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর ধোপাডাঙ্গা নতুন বাজার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মমতাজ আলী ওই গ্রামের মৃত হাকিম উদ্দিনের পুত্র।

সুত্রে জানা যায়, মমতাজ আলীর সঙ্গে তার ভাতিজা নজরুল ইসলাম গংদের বাড়ির ভিটার ২০ শতক জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই একপর্যায়ে ১৯ জুলাই সকাল সাড়ে ১১ টার দিকে নজরুল ইসলামগং ওই জমিতে টিনের ছাপরা ঘর তুলতে যায়। এসময় মমতাজ আলী বাধা প্রদান করলে উভয়ের মধ্যে মারামারি শুরু হয়। এতে নজুরুলগংদের পিটুনিতে মমতাজ আলী মারাত্নক আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩ টার দিকে মমতাজ আলীকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান বলেন, খবর পেয়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মমতাজ আলীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।