গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রেনের ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
ওই অবসরপ্রাপ্ত শিক্ষকের নাম আবদুর রহমান (৬৯)। তার বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ গ্রামে।
তিনি বামনডাঙ্গা মনোমোহনী স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন।
জানা যায়, সকালে সাহাবাজ এলাকায় চা খেয়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন আবদুর রহমান। পরে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের সামনের হুক তার পেটে ঢুকে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে সাহাবাজ এলাকা থেকে প্রায় এক কিলোমিটার পথ হুকে করেই ছেঁচড়ে লাশটি বামনডাঙ্গা স্টেশনে নিয়ে যায় ট্রেনটি। সেখানে ট্রেন থামার পর বিষয়টি নজরে আসে রেলওয়ে কর্তৃপক্ষের।
এ বিষয়ে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার আমজাদ হোসেন বলেন, সুরতহাল শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন