গাইবান্ধায় ইয়াবাসহ এক ব্যক্তি আটক
গাইবান্ধায় ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. রফিকুল ইসলামকে (৪৫) আটক করেছে জেলা ডিবি পুলিশ।
রবিবার রাতে জেলা সদরের সরকারপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক রফিকুল ইসলাম সদর উপজেলার সরকারপাড়ার মজিবর রহমানের ছেলে।
গাইবান্ধা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মানষ কুমার জানান, ‘আটককৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় আরও ৪টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। সে দীর্ঘদিন যাবত সরকারপাড়াসহ গাইবান্ধা সহরে মাদক ব্যবসা করে আসছিলো।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন